জানু. 6, 2020
978 Views
2 0

এগারো শিব মন্দির

Written by
টুকিটাকি

পুরো যশোর জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন যার মধ্যে অন্যতম অভয়নগর উপজেলার নদীর তীরে অবস্থিত এগারো শিব মন্দির। ১৭ শতকের মাঝামাঝি রাজা নীলকন্ঠ রায় এই মন্দির গুলো স্থাপন করেন। একসাথে ১১ টি শিব মন্দিরের অবস্থান এই জায়গাটিতে। প্রায় ৩০০ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই শিবমন্দির গুলোর সাথে জড়িয়ে আছে নানা ইতিহাস-ঐতিহ্য।

২০১৪ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রথম ধাপের সংস্কার কাজ আরম্ভ করে যা শেষ হয় ২০১৭ সালে। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। একটা সময় এই যশোর জেলার রাজা ছিলেন নীলকন্ঠ রায়। তার অপরূপ সুন্দরী মেয়ে বাবাকে দিয়ে দেন নড়াইলের প্রখ্যাত জমিদার নিলাম্বর রায়ের সাথে কিন্তু বিয়ের এক বছরের মধ্যে নীলাম্বর এক কঠিন রোগে মারা যান। সেই থেকে বিধবা অভয়া নিজেকে পূজা-অর্চনায়  নিয়োজিত  করেন। তার অনুরোধে ১৭৪৫ থেকে ১৭৬৪ সালের মধ্যে এই মন্দির গুলো তৈরি করা হয়।
দুই পার্শে  ৫ টি করে মোট দশটি মন্দির তারমধ্যে উত্তরের মূল মন্দির অবস্থিত। প্রত্যেকটি মন্দির একই আকৃতির হলেও মূল মন্দিরের আকৃতি ও বৈশিষ্ট্য আলাদা লক্ষ করা যায়। এর দৈর্ঘ্য ২৪.৪ ইঞ্চি প্রস্থ ২২.৩ ইঞ্চি। নকশা খচিত দেয়ালের পরিধি ৩.৪ ইঞ্চি। মূল মন্দিরের চারধারে মোট আটটি খোলা প্রবেশপথ আছে।
এছাড়া দক্ষিণ দিকে এই মন্দির গুলোর প্রধান প্রবেশপথ। একটা সময় এগারটি মন্দিরের মধ্যে আলাদা ১১ টি  শিবলিঙ্গ ছিল যা চুরি হয়ে গেছে। সেই সময়ে পোড়ামাটির নানা কারুকাজ যে কোন পর্যটককে আকৃষ্ট করে সহজেই। যেন পোড়ামাটির তীব্র গন্ধ এখনও নাকে এসে লাগে আর এর শৈল্পিক নকশা বিমোহিত করে সবাইকে।
অবস্থান
এটি বাংলাদেশের  যশোর জেলার অভয়নগর উপজেলা থেকে ৪৫ কিলোমিটার দুরে বাঘুটিয়া ইউনিয়নের ভৈরব নদীর পাশে অবস্থিত।

কিভাবে যাবেন

ঢাকার কল্যাণপুর, গাবতলী, মহাখালী, আরামবাগ, ফকিরাপুল থেকে যশোর যাওয়ার বাস প্রতিদিনই পাওয়া যায়।

বাস

দেশ ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-017626844401, যশোর নিউ মার্কেট, মোবাইল-0173335194-3)
হানিফ পরিবহন (কল্যাণপুর মোবাইল-01713049541, যশোর, মোবাইল-01713049560)
ঈগল পরিবহন (কল্যাণপুর মোবাইল-01779492989, যশোর, বেনাপোল, মোবাইল-01793327969)
নন এসি ৪৫০ টাকা এসি ১০০০ টাকা ভাড়া।

অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460

ট্রেন

ঢাকা কমলাপুর থেকে যশোর স্টেশন

বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে  12:40 Am পৌঁছায় 07:50 Am
বন্ধ বৃহস্পতিবার

সুন্দরবন প্রভাতী ছাঁড়ে 6:20 Am পৌঁছায়  2:20 pm
বন্ধ বুধবার

চিত্রা ছাঁড়ে 7:00 pm পৌঁছায় 3:40 Am
বন্ধ সোমবার

যশোর স্টেশন থেকে ঢাকা কমলাপুর

চিত্রা ছাঁড়ে 9:51 Am পৌঁছায় 06:20 pm
বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 2:07 pm পৌঁছায় 08:55 pm
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে  9:30 pm পৌঁছায় 5:40 Am

সকল ট্রেনের ভাড়া ৪৭৫ টাকা

[ যশোর শহর হতে অভয়নগর উপজেলা ৩০ কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে এক ঘণ্টার মতো সময় লাগে আর ভাড়া পড়বে ৩৫-৪০ টাকার মতো। অভয়নগর উপজেলা সদর হতে এগারো শিব মন্দির ১৫ কিলোমিটার পথ। অভয়নগর উপজেলার ভৈরব নদী পার হয়ে সিএনজি  বা চার্জার অটো যোগে ঐতিহ্যবাহী এগারো শিব মন্দির দেখতে যেতে পারেন]

কোথায় থাকবেন

অভয়নগর উপজেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের হোটেল ও আবাসন আছে।
হোটেল আল সেলিম মোবাইল-01717183873
জেলা পরিষদ ডাকবাংলো অভয়নগর যশোর।

যশোর শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।

জাবির হোটেল ইন্টারন্যাশনাল মোবাইল-01885000555
হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল মোবাইল-01795477977
হোটেল আর এস ইন্টারন্যাশনাল  ফোন-0421-62617
হোটেল হাসান ইন্টারন্যাশনাল ফোন-0421-67478

[ হোটেল গুলোর ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে পড়বে]

Article Categories:
যশোর
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।