বাংলাদেশে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালী। অপরূপ রূপের পসরা সাজিয়েছে যশোরের ঝিকরগাছার গদখালী। নাতিশীতোষ্ণ আবহাওয়া আর মিষ্টি পানির জন্য যশোরে ফুল ভালো জন্মে। একসময় যেখানে জীবনের তাগিদে রাজধানীমুখী হতেন এ অঞ্চলের মানুষ সেখানে মাত্র কয়েক বছরে সবার ভাগ্য পরিবর্তন করেছে শুধু ফুলের চাষ করে।
যশোরের ঝিকরগাছার গদখালী এলাকাটি যেন নানা রঙের ফুলে রাঙিয়ে দিয়েছে। মাঠের পরে মাঠ বর্ণিল হয়ে আছে চারিদিকে লাল, নীল, সাদা, হলুদ, গোলাপি রঙের বাহার, যতদূর চোখ যায় রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, জারবেরা,গ্লাডিওলাস, ডালিয়া, লিলিয়াম, চন্দ্রমল্লিকার সমারোহ। ফুলের মিষ্টি সৌরভ মন ভরে তোলে যেন এক অপার্থীব আদিগন্ত ফুলের রাজ্য।
দেশের ফুলের চাহিদার ৭০ শতাংশ সরবরাহ করে যশোরের ফুল চাষীরা। যশোরের ঝিকরগাছা উপজেলা ও আশপাশের এলাকায় ১৬৫০ হেক্টর জমিতে ফুল চাষ করছেন প্রায় ৬০০০ চাষী। বছরে প্রায় শত কোটি টাকার উপরে ফুল উৎপাদন হয়ে থাকে এখানে। ফুল গাছের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪০ হাজার লোক জড়িত।
১৯৮২ সালে যশোরের এই ফুলের রাজ্যে বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয়। এই অঞ্চলের মাটি ফুল চাষের জন্য বেশ উর্বর। অন্যান্য অর্থনৈতিক ফসলের চেয়ে ফুল চাষ বেশ লাভজনক। গদখালীর ফুল পুরো দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও।
অবস্থান
এটি বাংলাদেশের যশোর জেলা থেকে ২০ কিলোমিটার দুরে ঝিকরগাছা উপজেলার গদখালী নামক স্থানে অবস্থিত।
কিভাবে যাবেন
ঢাকার কল্যাণপুর, গাবতলী, মহাখালী, আরামবাগ, ফকিরাপুল থেকে যশোর যাওয়ার বাস প্রতিদিনই পাওয়া যায়।
বাস
দেশ ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-017626844401, যশোর নিউ মার্কেট মোবাইল-0173335194-3)
হানিফ পরিবহন (কল্যাণপুর মোবাইল-01713049541, যশোর মোবাইল-01713049560)
ঈগল পরিবহন (কল্যাণপুর মোবাইল-01779492989, যশোর বেনাপোল মোবাইল-01793327969)
নন এসি ৪৫০ টাকা এসি ১০০০ টাকা ভাড়া।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460
ট্রেন
ঢাকা কমলাপুর থেকে যশোর স্টেশন
বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 12:40 Am পৌঁছায় 07:50 Am
বন্ধ বৃহস্পতিবার
সুন্দরবন প্রভাতী ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 2:20 pm
বন্ধ বুধবার
চিত্রা ছাঁড়ে 7:00 pm পৌঁছায় 3:40 Am
বন্ধ সোমবার
যশোর স্টেশন থেকে ঢাকা কমলাপুর
চিত্রা ছাঁড়ে 9:51 Am পৌঁছায় 06:20 pm
বেনাপোল এক্সপ্রেস ছাঁড়ে 2:07 pm পৌঁছায় 08:55 pm
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 9:30 pm পৌঁছায় 5:40 Am
সকল ট্রেনের ভাড়া ৪৭৫ টাকা
[ যশোর শহর থেকে গদখালি ২০ কিলোমিটার পথ। যশোর বাস স্ট্যান্ড থেকে বাস বা সিএনজি যোগে গদখালি বাজার নেমে সেখান থেকে ভ্যান ভাড়া করে গদখালি এলাকার ফুলের ক্ষেত দেখতে পারেন। ভ্যান ভাড়া নেবে ১৫০ থেকে ২০০ টাকার মতো।
গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দু’পাশে চোখে পড়বে ফুলের ক্ষেত। গদখালি বাসস্ট্যান্ডের রাস্তার পাশেই সকালে বসে দেশের সর্ববৃহৎ ফুলের পাইকারি বাজার]
কোথায় থাকবেন
কেশবপুর উপজেলায় সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন ধরনের হোটেল ও আবাসন আছে।
সরকারি:-
জেলা পরিষদ প্রদর্শন বাংলো কেশবপুর, যশোর।
মোবাইল- ০১৭৩৮-৩৯৮৭৮৭
সাগরদাড়ী, জেলা পরিষদ প্রদর্শন বাংলো কেশবপুর, যশোর।
মোবাইল- ০১৭২৫-১৫৩৩৬১
পর্যটন করপোরেশন, সাগরদাড়ী, কেশবপুর, যশোর।
মোবাইল- ০১৭১২-৫৭৬৬১৯
যশোর শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।
জাবির হোটেল ইন্টারন্যাশনাল মোবাইল-01885000555
হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল মোবাইল-01795477977
হোটেল আর এস ইন্টারন্যাশনাল ফোন-0421-62617
হোটেল হাসান ইন্টারন্যাশনাল ফোন-0421-67478
[ হোটেল গুলোর ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে পড়বে]