তেতুলিয়া শাহী মসজিদ

 লিখেছেনঃ
  ডিসে. 25, 2019
  724 Views
0 0

টুকিটাকি

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো মধ্যে সাতক্ষীরা তেতুলিয়া শাহী মসজিদ অন্যতম। ।প্রায় ২০০ বছরের পুরনো এই ঐতিহাসিক মসজিদটি সাতক্ষীরা জেলার ঐতিহ্য বহন করে। জেলা শহর হতে ৩০ কিলোমিটার দূরে তেতুলিয়া বাজারের সন্নিকটে ঐতিহাসিক মসজিদটি অবস্থিত। স্থানীয়দের কাছে এটি শাহী মসজিদ নামে বা সালামত উল্লাহ মসজিদ নামে পরিচিত।

মসজিদের উত্তর পাশে রয়েছে দুই  একরের এক বিশাল দীঘি। এর প্রতিষ্ঠাতা মৌলভী কাজী সালামত উল্লাহ খান অর্থায়নে জমিদার কাজী পরিবার। ছয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্য নিদর্শন অনুকরণ ১৮৫৮-৫৯ সালে নির্মাণ করা হয়। দেখতে অনেকটা টিপু সুলতানের বংশধরদের আমলে তৈরিকৃত বিভিন্ন স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। ১৯৮২ সালে সিংহ দরজা ধ্বংসপ্রাপ্ত হয় যা সালাম মঞ্জিলের প্রবেশপথ ছিল। এই তোরন দিয়ে প্রবেশের সময় ভ্রমণকারী সবুজের সমারোহ অবলোকন করতে পারে। পূর্বে এক বা একাধিক বারান্দার কোন আর কক্ষ ছিল যেখানে পালকি রাখা হতো।

মসজিদটিতে সাতটি দরজা আছে প্রতিটি দরজার উচ্চতা ৯ ফুট এবং প্রস্থ ৪ ফুট ১০ বর্গফুট বের বিশিষ্ট ১২ টি পিলারের উপর মসজিদের ছাঁদ নির্মিত ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে ১৫ ফুট উচ্চতাবিশিষ্ট গম্বুজ  ৮ ফুট উচ্চতা বিশিষ্ট টিফিন হয়েছে।এই মসজিদ প্রাঙ্গণে  খান বাহাদুর সালামাতুল্লাহর পরবর্তী বংশধরদের কবর রয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য কাজী রিজওয়ানা উল্লাহ খান এবং কাজী মুহাম্মদ শফিউল্লাহ খান। ১৯৮৭ খ্রিস্টাব্দে মসজিদটি বাংলাদেশের সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রত্নতাত্ত্বিক হিসেবে গ্রহণ করেছে।

অবস্থান

এটি বাংলাদেশের সাতক্ষীরা জেলা শহর হতে ২৫ কিলোমিটার দূরে উপজেলা তালা থেকে ৪ কিলোমিটার দক্ষিনে তেতুলিয়া নামক ইউনিয়নে অবস্থিত।

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর গাবতলী কমলাপুর টেকনিক্যাল থেকে সাতক্ষীরা যাওয়ার বাস পুরো দিনই পাওয়া যায়।

সোহাগ পরিবহন( কমলাপুর মোবাইল-01926696262, সাতক্ষীরা মোবাইল-01711420553)
কে লাইন পরিবহন( গাবতলী মোবাইল-01708434842, সাতক্ষীরা মোবাইল-01708434840, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা মোবাইল-01708434848, শ্যামনগর-01708434869)

একে ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-01709964208,সাতক্ষীরা মোবাইল-01709964192)

নন এসি ৫৫০ টাকা এসি ১২০০ টাকা ভাড়া।

অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460

ট্রেন

ঢাকা থেকে সাতক্ষীরা সরাসরি কোন ট্রেন নেই তবে ঢাকা থেকে খুলনা জেলায় ট্রেনে যেয়ে সেখান থেকে ৬০ কিলোমিটার দূরে বাস বা সিএনজি যোগে সাতক্ষীরা জেলায় যেতে পারে।

ঢাকা কমলাপুর থেকে খুলনা

সুন্দরবন প্রভাতী ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 4:20 pm

বন্ধ বুধবার

চিত্রা ছাঁড়ে 07:00 Pm পৌঁছায় 05:10 Am

বন্ধ মঙ্গলবার

সকল ট্রেনের ভাড়া ৫২৫ টাকা

খুলনা থেকে ঢাকা কমলাপুর

চিত্রা ছাঁড়ে 08:40 Am পৌঁছায় 06:20 Pm

সুন্দরবন ছাঁড়ে  8:30 Pm পৌঁছায় 05:40 Am

[ সাতক্ষীরা থেকে তালা উপজেলা ২৫ কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে এক ঘণ্টার মতো সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৪০ টাকার মতো। তালা উপজেলা থেকে ৪ কিলোমিটার দূরে এটি অবস্থিত।
ভ্যান বা অটো যোগে তেতুলিয়া শাহী মসজিদ দেখতে যেতে পারেন]

কোথায় থাকবেন

তালা উপজেলায়  থাকার মত তেমন কোনো ব্যবস্থা নেই তবে এখানে সরকারি রেস্ট হাউজ, উপজেলা ডাকবাংলো রয়েছে ।থাকার জন্য উপজেলা ডাকবাংলো কর্তৃপক্ষের সাথে আগে থেকে যোগাযোগ করে আসতে হবে।

এছাড়া দিনে যেয়ে দিনেই সাতক্ষীরা শহরে এসে থাকতে পারবেন।

সাতক্ষীরা শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।
টাইগার পয়েন্ট গেস্টহাউস মোবাইল-01720-510199
সুন্দরবন হোটেল মোবাইল-01710126624
হোটেল সৌদিয়া মোবাইল-01711450030
হোটেল টাইগার প্লাস মোবাইল-01774999000

[হোটেল গুলোর ভাড়া ৩০০ থেকে ২০০০ টাকার মধ্যে পড়বে]

Article Categories:
সাতক্ষীরা
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।