পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন যা দেশের দক্ষিণের তিন জেলায় অবস্থিত। সাতক্ষীরা জেলা যার মধ্যে একটি। এই সাতক্ষীরার দেবহাটায় তৈরি করা হয়েছে সুন্দরবনের ন্যায় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে সুন্দরবন থেকে নানা প্রজাতির গাছ এনে রোপন করা হয়েছে।
৮ একর জমির উপরে একটি দীঘি, পার্ক ও দর্শনার্থীদের বিশ্রাম এর সুবিধার্থে একটি রেস্ট হাউস তৈরি করা হয়েছে। এছাড়াও দর্শনার্থীদের পর্যটন কেন্দ্রটিতে বিভিন্ন স্থানে বসার জন্য পাকা বেঞ্চি তৈরি করা সহ পর্যটকদের বনের ভিতর হাটার জন্য বাঁশ দিয়ে সেতু তৈরি করছে এখানকার কর্তৃপক্ষ। দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা সাতক্ষীরা ঘুরতে আসলে এই রূপসী দেবহাটা ম্যানগ্রোভ ফরেস্ট ঘুরে যান।
সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের খানিকটা সৌন্দর্য পেতে পারেন এই ম্যানগ্রোভ ফরেস্ট থেকে। ভারত সীমান্ত লাগোয়া দেবহাটা। উপজেলা প্রশাসন ও স্থানীয় উদ্যোগে চিত্তবিনোদনের জন্য কৃত্রিম ম্যানগ্রোভ বন তৈরি করা হয় যা এখন এই অঞ্চলের মানুষের প্রধান আকর্ষণ। দেবহাটা ম্যানগ্রোভ ফরেস্ট সব সময় নানা প্রজাতির পাখির কোলাহলে মুখরিত থাকে। এখানে বানর ও নানা প্রাণীর উপস্থিতি ধীরে ধীরে লক্ষ করা যাচ্ছে।
অবস্থান
এটি বাংলাদেশের সাতক্ষীরা জেলা শহর হতে ৩৫ কিলোমিটার দূরে উপজেলা দেবহাটার শিবনগর নামক গ্রামে অবস্থিত।
কিভাবে যাবেন
বাস
ঢাকার কল্যাণপুর গাবতলী কমলাপুর টেকনিক্যাল থেকে সাতক্ষীরা যাওয়ার বাস পুরো দিনই পাওয়া যায়।
সোহাগ পরিবহন( কমলাপুর মোবাইল-01926696262, সাতক্ষীরা মোবাইল-01711420553)
কে লাইন পরিবহন( গাবতলী মোবাইল-01708434842, সাতক্ষীরা মোবাইল-01708434840, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা মোবাইল-01708434848, শ্যামনগর-01708434869)
একে ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-01709964208,সাতক্ষীরা মোবাইল-01709964192)
নন এসি ৫৫০ টাকা এসি ১২০০ টাকা ভাড়া।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460
ট্রেন
ঢাকা থেকে সাতক্ষীরা সরাসরি কোন ট্রেন নেই তবে ঢাকা থেকে খুলনা জেলায় ট্রেনে যেয়ে সেখান থেকে ৬০ কিলোমিটার দূরে বাস বা সিএনজি যোগে সাতক্ষীরা জেলায় যেতে পারে।
ঢাকা কমলাপুর থেকে খুলনা
সুন্দরবন প্রভাতী ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 4:20 pm
বন্ধ বুধবার
চিত্রা ছাঁড়ে 07:00 Pm পৌঁছায় 05:10 Am
বন্ধ মঙ্গলবার
সকল ট্রেনের ভাড়া ৫২৫ টাকা
খুলনা থেকে ঢাকা কমলাপুর
চিত্রা ছাঁড়ে 08:40 Am পৌঁছায় 06:20 Pm
সুন্দরবন ছাঁড়ে 8:30 Pm পৌঁছায় 05:40 Am
সাতক্ষীরা শহর থেকে বাস বা সিএনজিযোগে সাতক্ষীরা-কালিগঞ্জ রোডের সখীপুরে নেমে ডান দিকের রাস্তা দিয়ে সোজা দেবহাটা থানা পথে নামতে হবে। সেখান থেকে মোটরসাইকেল বা ইঞ্জিনভ্যান যোগে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে যেতে পারেন।
কোথায় থাকবেন
[কালীগঞ্জ উপজেলায় থাকার মত তেমন কোন হোটেল নাই তবে এখানে সরকারি রেস্ট হাউস ও উপজেলা ডাকবাংলো রয়েছে। থাকার জন্য উপজেলা ডাকবাংলো কর্তৃপক্ষের সাথে আগে থেকে যোগাযোগ করে আসতে হবে]
এছাড়া দিনে যেয়ে দিনেই সাতক্ষীরা শহরে এসে থাকতে পারবেন।
সাতক্ষীরা শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল ও সার্কিট হাউজ রয়েছে।
টাইগার পয়েন্ট গেস্টহাউস মোবাইল-01720-510199
সুন্দরবন হোটেল মোবাইল-01710126624
হোটেল সৌদিয়া মোবাইল-01711450030
হোটেল টাইগার প্লাস মোবাইল-01774999000
[হোটেল গুলোর ভাড়া ৩০০ থেকে ২০০০ টাকার মধ্যে পড়বে]