টুকিটাকি
যে কোন দেশের জন্য সমুদ্র সৈকত একটি আশীর্বাদ স্বরূপ। অর্থনৈতিকভাবে একটি সমুদ্র সৈকত দেশের পর্যটনশিল্পকে সমৃদ্ধ করে। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সমুদ্র সৈকত গুলো। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হলেও বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত দেশের দক্ষিণে রয়েছে বেশ কয়েকটি সমুদ্র সৈকত। তেমনি একটি সমুদ্র সৈকত সাতক্ষীরা জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত বিভাজনকারী নদী হাড়িয়াভাঙ্গার সন্নিকটে বঙ্গোপসাগরে অবস্থিত মান্দারবাড়ী সমুদ্র সৈকত।
এ সমুদ্র সৈকত কে ঘিরে এখানে গড়ে উঠছে নানা স্থাপনা। একটা সময় এই সমুদ্র সৈকত সবার কাছে অজানা থাকলেও বর্তমানে ধীরে ধীরে পরিচিতি লাভ করছে। ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ সমুদ্রসৈকতের অপরূপ সৌন্দর্য খুব সহজে বিমোহিত করে এখানে আসা পর্যটকদের। সমুদ্রের গর্জনে কানপেতে প্রকৃতির সাথে যারা মিশে যেতে চান তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত। সাতক্ষীরা থেকে মান্দারবাড়িয়া যাওয়ার পথে চোখে পড়বে প্রকৃতির নানা রূপ।
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের পাশ ঘেঁষে এর অবস্থান। ভাগ্য ভালো থাকলে সুন্দরবনের বিখ্যাত রয়েল বেঙ্গল ও হরিণের দেখা পেতে পারেন। সুন্দরবনের সবুজের রাজ্যে উঁকি দিবে নানা পশুপাখি ও বৃক্ষরাজি। এখানে একটু খোজ করলেই পাবেন সুন্দরবনের খাঁটি মধু যা পরিবারের জন্য কিনে নিয়ে যেতে পারেন। সুন্দরবন পাশে হওয়ায় ভ্রমণপিপাসুদের কাছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত এক অন্যতম পর্যটন স্থান হয়ে উঠছে ধীরে ধীরে। মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত এর সাথে খুব সহজেই যোগ করতে পারেন সুন্দরবন।
কিভাবে যাবেন
বাস
ঢাকার কল্যাণপুর গাবতলী কমলাপুর টেকনিক্যাল থেকে সাতক্ষীরা যাওয়ার বাস পুরো দিনই পাওয়া যায়।
সোহাগ পরিবহন( কমলাপুর মোবাইল-01926696262, সাতক্ষীরা মোবাইল-01711420553)
কে লাইন পরিবহন( গাবতলী মোবাইল-01708434842, সাতক্ষীরা মোবাইল-01708434840, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা মোবাইল-01708434848, শ্যামনগর-01708434869)
একে ট্রাভেলস( কল্যাণপুর মোবাইল-01709964208,সাতক্ষীরা মোবাইল-01709964192)
নন এসি ৫৫০ টাকা এসি ১২০০ টাকা ভাড়া।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য, সহজ-16374
বাস বিডি-16460
ট্রেন
ঢাকা থেকে সাতক্ষীরা সরাসরি কোন ট্রেন নেই তবে ঢাকা থেকে খুলনা জেলায় ট্রেনে যেয়ে সেখান থেকে ৬০ কিলোমিটার দূরে বাস বা সিএনজি যোগে সাতক্ষীরা জেলায় যেতে পারে।
ঢাকা কমলাপুর থেকে খুলনা
সুন্দরবন প্রভাতী ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 4:20 pm
বন্ধ বুধবার
চিত্রা ছাঁড়ে 07:00 Pm পৌঁছায় 05:10 Am
বন্ধ মঙ্গলবার
সকল ট্রেনের ভাড়া ৫২৫ টাকা
খুলনা থেকে ঢাকা কমলাপুর
চিত্রা ছাঁড়ে 08:40 Am পৌঁছায় 06:20 Pm
সুন্দরবন ছাঁড়ে 8:30 Pm পৌঁছায় 05:40 Am
সাতক্ষীরা শহর থেকে বুড়িগোয়ালিনী ৮০ কিলোমিটার পথ। বুড়িগোয়ালিনী নৌঘাট থেকে নৌকা ভাড়া করে মান্দারবাড়িয়া যেতে হবে। শীতকাল এখানে ঘুরাঘুরির জন্য উপযুক্ত সময়। ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোট পেয়ে যাবেন খুব সহজেই। পাঁচ থেকে ছয় ঘণ্টার মতো সময় লাগে সাতক্ষীরা থেকে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত।
বুড়িগোয়ালিনী নীলডুমুর নৌ ঘাট থেকে ২-৩ ঘন্টায় মান্দারবাড়ী যাওয়া যায়। যাওয়া-আসা ও ভাড়া বিষয়ে খোলাখুলি কথা বলে নেওয়াই ভালো। একসাথে ৮-১০ জনের গ্রুপ হলে আপনার খরচ যাওয়া-আসা ৩০০-৫০০ টাকার মধ্যে হয়ে যাবে। মান্দারবাড়িয়া যাওয়ার আগে শুকনো খাবার সাথে করে নিয়ে যাবেন।
কোথায় থাকবেন
মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের আশেপাশে থাকার মত তেমন কোনো ব্যবস্থা নেই। মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত দেখে সাতক্ষীরা শহরে এসে বিভিন্ন মানের হোটেলে পাবেন যেখানে থাকতে পারেন।
টাইগার পয়েন্ট গেস্টহাউস মোবাইল-01720-510199
সুন্দরবন হোটেল মোবাইল-01710126624
হোটেল সৌদিয়া মোবাইল-01711450030
হোটেল টাইগার প্লাস মোবাইল-01774999000
হোটেল জি কে আয় মোবাইল-01916669821
[হোটেল গুলোর ভাড়া ৩০০ থেকে ২০০০ টাকার মধ্যে পড়বে]