শাহ মখদুম মাজার রাজশাহী

 লিখেছেনঃ
  নভে. 19, 2019
  1182 Views
1 0

টুকিটাকি

শাহমখদুম সম্পর্কে একটি গ্রন্থ আছে ‘জীবনী তাওয়ারীখ’ এই গ্রন্থটি বাংলায় অনূদিত হয় ১২৪৫ সনে তাহলে আগে এটি ফারসি ভাষায় রচিত হয়। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ এই গ্রন্থ সম্পর্কে বলেছেন এটি একটি প্রাচীনতম বাংলা গদ্য রচনা। এই শাহ মখদুম রাহমাতুল্লাহ আলাইহি এই মসজিদ নামকরণ হওয়ার পিছনে কারণ হলো এই মহান আউলিয়ার নাম।

ইতিহাস

তিনি ১৩-১৪ শতাব্দীর মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী অঞ্চল রাজশাহীতে ইসলামের বাণী প্রচার করেন। সে সময় ইসলামের প্রতি গভীর ভালোবাসা থেকে শত শত মানুষ ইসলাম ধর্মে দীক্ষা নেন। উত্তরবঙ্গের শুধু রাজশাহী অঞ্চলে নয় এর সাথে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ এ বিশালায়তনের বরেন্দ্র অঞ্চলে তিনি ইসলাম ধর্ম প্রচার করেন।

ইসলাম ধর্মের প্রতি তার অনুরাগ ও গভীর জ্ঞান সম্পন্ন একজন ধর্মপ্রাণ  বার্তা বাহক হিসেবে তার নামের সাথে যোগ রয়েছে শাহ এবং রুপোশ।  হযরত আব্দুল কাদের জিলানী ছিলেন শাহ মখদুমের আপন দাদা। মূলত আব্দুল কাদের জিলানী ছিলেন হযরত আলী রাযিয়াল্লাহ্  আনহুর বংশধর।

বংশ পরিচয়

রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়াই  এখানে প্রতি শুক্রবার জুমার নামাজে  হাজারো মুসল্লীর সমাগম হয়। এখানে অনেকেই মনবাসনার জন্য  মানত করে থাকে।

শাহ মখদুমের কুমির

কথিত আছে শাহমখদুম কুমিরের পিঠে চড়ে নদী পার হতেন। আর অতিপ্রাকৃত শক্তিতে শুধু কুমির নয় বনের বাঘ শিকার করতো বলে জনশ্রুতি আছে। শাহ মখদুম এর কবরের পাশে সেই কুমির কে সমাহিত করা হয়। বর্তমানে কমিটির কবর এখনো আছে।

অবস্থান

এটি রাজশাহী জেলা শহরের সাহেব বাজার সংলগ্ন দরগাপাড়া এলাকায় পদ্মা নদীর কূল ঘেষে অবস্থিত।
[ রাজশাহী রেলস্টেশন বা বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে অটোরিক্সা যোগে শাহ মখদুম মাজার যাওয়া যায়। ভাড়া পড়বে ২০-২৫ টাকার মতো]

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর, গাবতলী,মহাখালী, কলাবাগান থেকে রাজশাহী যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়।

ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল- 01713228286, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড
মোবাইল-0721-771240)
শ্যামলী পরিবহন( টেকনিক্যাল মোবাইল- 01865068922, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01791963363)
দেশ ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-017626844401, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01762684415) এছাড়া তুহিন একতা ও গ্রামীণ ট্রাভেলস এই লাইনে যাতায়াত করে। ভাড়া নন এসি ৪৮০ টাকা এসি ১০০০টাকা।

ট্রেন

ঢাকা থেকে রাজশাহী

ধুমকেতু এক্সপ্রেস  ছাড়ে 6:00 Am রাজশাহী পৌঁছায় 11:40 Am ভাড়া 340
শনিবার বন্ধ

বনলতা এক্সপ্রেস  ছাড়ে 1:15 pm রাজশাহী পৌঁছায় 6:00 pm ভাড়া 375 টাকা

সিল্কসিটি ছাড়ে 2:40 pm রাজশাহী পৌঁছায় 8:45pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস ছাড়ে 11:20 pm রাজশাহী পৌঁছাই 4:40 Am  ভাড়া 340 টাকা।
মঙ্গলবার বন্ধ

রাজশাহী থেকে ঢাকা

বনলতা এক্সপ্রেস ছাড়ে 7:00 Am ঢাকায় পৌছাইয়া 11:40 Am ভাড়া 375 টাকা
শুক্রবার বন্ধ

সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ে 7:
40 Am  ঢাকায় পৌঁছে 2:00 pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 4:00 pm ঢাকায় পৌছাইয়া 9:38pm ভাড়া 340
মঙ্গলবার বন্ধ

ধুমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 11:20 pm ঢাকায় পৌঁছায় 04:43 Am  ভাড়া 340 টাকা।

শনিবার বন্ধ

কোথায় থাকবেন

রাজশাহী শহরে বিভিন্ন মানের হোটেল আছে। রাজশাহী পর্যটন কর্পোরেশনের মোটেল।

হোটেল নাইস ইন্টারন্যাশনাল-0721776188

হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল-0721771100

হোটেল ডালাস ইন্টারন্যাশনাল-0721811470

হক’স ইন-0721810420

[ হোটেল গুলোর ভাড়া ৫00 থেকে ৪000 টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।