পদ্মা গার্ডেন রাজশাহী

 লিখেছেনঃ
  নভে. 19, 2019
  1453 Views
1 0

উত্তরবঙ্গের সবচেয়ে প্রসিদ্ধ বিভাগীয় শহর রাজশাহী। রাজশাহী শহরের প্রাণকেন্দ্র সাহেব বাজারের সন্নিকটে পদ্মার কোলঘেষে তৈরি হয়েছে পদ্মা গার্ডেন। মূলত রাজশাহী শহরের মূল অংশটি পদ্মা নদীর পাশেই অবস্থিত। আর পদ্মা নদীর পাশ দিয়ে তৈরি হয়েছে কয়েক কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বিনোদন কেন্দ্র যার মধ্যে পদ্মা গার্ডেন  অন্যতম। এই উন্মুক্ত বিনোদনকেন্দ্র টিকে ঘিরে গড়ে উঠেছে নানা হোটেল, রেস্টুরেন্ট।

পদ্মা নদীর পাশে অবস্থিত সবুজে ঘেরা জায়গাটির জন্য এটির নাম হয়েছে পদ্মা গার্ডেন। বর্তমানে এখানে দর্শনার্থীদের জন্য ওয়াইফাই এর ব্যবস্থা করা হয়েছে। এখানে ছোট পরিষরে একটি মুক্তমঞ্চ রয়েছে যেখানে প্রতিদিনই নানা সামাজিক অঙ্গসংগঠন তাদের অনুষ্ঠান করে থাকে। পদ্মা গার্ডেন থেকে পশ্চিম দিকে হাঁটলেই পাবেন  হযরত শাহ মখদুম (রা:) মাজার।মাজার পার হয়ে  কয়েক মিনিট পশ্চিম দিকে হাঁটলে আপনারা দেখতে পাবেন রবীন্দ্র মুক্ত মঞ্চ তার পাশেই গড়ে উঠেছে বি জি বি ক্যাম্প নিয়ন্ত্রিত সীমান্ত নোঙ্গর যা সবই পদ্মা নদীর কোল ঘেঁষে অবস্থিত।

রবীন্দ্র মুক্ত মঞ্চে প্রতিদিন নানারকম মনমুগ্ধকর অনুষ্ঠান হয়ে থাকে। এখান থেকেই সূর্য অস্ত যাওয়ার লোভনিয় দৃশ্য লুফে নিতে পারেন খুব সহজে।মুক্ত মঞ্চ থেকেই বিভিন্ন মানের নৌকা পাওয়া যায় নদীর মাঝখানে জেগে ওঠা চরে যাওয়ার জন্য। নৌকায় যাতায়াত ভাড়া ২০ টাকা। প্রতি শুক্রবার ও বিভিন্ন সরকারি ছুটির দিনে পদ্মা নদীর চর ও পদ্মা গার্ডেন বিনোদনপ্রেমীদের ভিড়ে মুখরিত থাকে। দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ এই রাজশাহী অঞ্চলে ঘুরতে আসলে পদ্মা নদীর চর ও পদ্মা গার্ডেন যোগ করতে পারেন তাদের ভ্রমণ তালিকায়

অবস্থান

রাজশাহী শহরের জিরো পয়েন্ট হতে ৫০০ মিটার দক্ষিণ দিকে হাঁটলেই পাওয়া যাবে পদ্মা গার্ডেনের প্রধান প্রবেশপথ। দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত।

[ রাজশাহী রেলস্টেশন বাস স্ট্যান্ড নেমে অটোরিক্সাযোগে পদ্মা গার্ডেন আসতে পারেন। ১০-১৫ মিনিটের মত সময় লাগে আর বাঁধা পড়বে ২০-২৫ টাকার মতো]

কিভাবে যাবেন

বাস

ঢাকার কল্যাণপুর, গাবতলী,মহাখালী, কলাবাগান থেকে রাজশাহী যাওয়ার বাস প্রতি আধা ঘণ্টা পরপর পাওয়া যায়।

ন্যাশনাল ট্রাভেলস ( কল্যাণপুর মোবাইল- 01713228286, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড
মোবাইল-0721-771240)
শ্যামলী পরিবহন( টেকনিক্যাল মোবাইল- 01865068922, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01791963363)
দেশ ট্রাভেলস (কল্যাণপুর মোবাইল-017626844401, রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড মোবাইল-01762684415) এছাড়া তুহিন একতা ও গ্রামীণ ট্রাভেলস এই লাইনে যাতায়াত করে। ভাড়া নন এসি ৪৮০ টাকা এসি ১০০০টাকা।

ট্রেন

ঢাকা থেকে রাজশাহী

ধুমকেতু এক্সপ্রেস  ছাড়ে 6:00 Am রাজশাহী পৌঁছায় 11:40 Am ভাড়া 340
শনিবার বন্ধ

বনলতা এক্সপ্রেস  ছাড়ে 1:15 pm রাজশাহী পৌঁছায় 6:00 pm ভাড়া 375 টাকা

সিল্কসিটি ছাড়ে 2:40 pm রাজশাহী পৌঁছায় 8:45pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস ছাড়ে 11:20 pm রাজশাহী পৌঁছাই 4:40 Am  ভাড়া 340 টাকা।
মঙ্গলবার বন্ধ

রাজশাহী থেকে ঢাকা

বনলতা এক্সপ্রেস ছাড়ে 7:00 Am ঢাকায় পৌছাইয়া 11:40 Am ভাড়া 375 টাকা
শুক্রবার বন্ধ

সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ে 7:
40 Am  ঢাকায় পৌঁছে 2:00 pm ভাড়া 340 টাকা
রবিবার বন্ধ

পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 4:00 pm ঢাকায় পৌছাইয়া 9:38pm ভাড়া 340
মঙ্গলবার বন্ধ

ধুমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে 11:20 pm ঢাকায় পৌঁছায় 04:43 Am  ভাড়া 340 টাকা।

শনিবার বন্ধ

কোথায় থাকবেন

রাজশাহী শহরে বিভিন্ন মানের হোটেল আছে। রাজশাহী পর্যটন কর্পোরেশনের মোটেল।

হোটেল নাইস ইন্টারন্যাশনাল-0721776188

হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল-0721771100

হোটেল ডালাস ইন্টারন্যাশনাল-0721811470

হক’স ইন-0721810420

[ হোটেল গুলোর ভাড়া 500 থেকে 4000 টাকার মধ্যে পড়বে]

Article Categories:
রাজশাহী
banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।