টুকিটাকি
বগুড়া জেলার যে কয়টি ঐতিহাসিক জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম জমিদারবাড়ি গুনাহার জমিদার বাড়িটি স্থানীয়দের মাঝে এটি ‘সাহেববাড়ি’ নামে পরিচিত। গুনাহার জমিদার বাড়িটি দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে আর সাহেবদের আমলের সাহেব বাড়ি বলেই মনে হবে। দ্বিতল বিশিষ্ট এ বাড়িটি সামনের দিকে খোলা মাঠ রয়েছে একসময় সামনের অংশটিতে ফুলের বাগান ছিল যা এ বাড়ির ঐতিহ্য বহন করত।
বাড়িতে প্রবেশের জন্য মোট তিনটি দরজা রয়েছে যা এখন বিলীন। প্রায় কয়েক একর জুড়ে বাড়িটির মূল আকর্ষণ ছিল ইংরেজ আমলে টেলিফোন সংযোগ,কেরোসিনে ফ্যান চলত যা বেশ কৌতূহল ছিল। এছাড়া কাঠের নানা সৌখিন নকশা খচিত আসবাবপত্র দেখার মত।নির্মিত বাড়িটি নান্দনিক কাঠামোগত সৌন্দর্য এবং লোক গাথা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ার কারণে এটি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়।
ইতিহাস
১৯ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সরকারের অনুমতিক্রমে সুন্দর আলী খান নামক একজন জমিদার এই গুনাহার অঞ্চলে জমিদারির গোড়াপত্তন করেন। ধারণা করা হয় ১৯৪১ খ্রিস্টাব্দে এ বাড়ির কাজ শুরু করেন। ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি এ বাড়িটির নির্মাণ কাজ শেষ করেন বলে ধারণা করা হয়। তাঁর মৃত্যুর পর তাঁর একমাত্র পুত্র রমজান আলী খান জমিদারী প্রাপ্ত হন।
তিনি তার স্ত্রী জাহান্নামে জমিদারি জাহান্নামে নামকরণ করেন। রমজান আলি খান এবং জাহানুন নেছার দুই পুত্র মিয়াজান খান ও মেহেরজান খান। খান বাহাদুর মোতাহার হোসেন খান ব্রিটিশ সরকার অধীনে বাংলা-বিহার-উড়িষ্যার এক্স সার্ভিস কমিশন হিসেবে কর্মরত ছিলেন।
অবস্থান
এটা বাংলাদেশের বগুড়া জেলা সদর হতে ৩০ কিলোমিটার দূরে উপজেলা দুপচাঁচিয়ার উত্তরে গুনাহার নামক স্থানে অবস্থিত।
কিভাবে যাবেন
নাবিল পরিবহন (কল্যাণপুর মোবাইল-01869811012, বগুড়া মোবাইল-01774976078)
ডিপজল এন্টারপ্রাইজ (কল্যাণপুর মোবাইল-01882004524, বগুড়া মোবাইল-01882004534)
ভাড়া নন এসি ৩৫০ টাকা এসি ১০০০ টাকা।
বন্ধ সোমবারলালমনি এক্সপ্রেস ছাড়ে 10:30 pm পৌঁছায় 5:18 Am ভাড়া ৪১৫ টাকা
বন্ধ শুক্রবার
[ বগুড়া শহর থেকে বাঁচব সিএনজি যোগে দুপচাঁচিয়া উপজেলা সদরের যেয়ে সেখান থেকে অটো বা ভ্যানে সাত কিলোমিটার উত্তরে গুনাহার জমিদার বাড়ি যেতে পারেন। বগুড়া থেকে এর দূরত্ব ৩০ কিলোমিটার। বাস বা সিএনজিতে দুপচাঁচিয়া উপজেলা আসতে পারেন ৩৫-৪০মিনিট সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৪০ টাকার মতো]
কোথায় থাকবেন
বগুড়া শহরে বিভিন্ন মানের হোটেল ও মডেল রয়েছে।
হোটেল আকবরিয়া ,কাজী নজরুল ইসলাম সড়ক, থানা রোড, বগুড়া মোবাইল- 01716179982
হোটেল নাজ গার্ডেন ছিলিমপুর বগুড়া ফোন-051-62468,051-66655
পর্যটন মোটেল শেরপুর মোড়, বনানী, বগুড়া ফোন-051-67024-7
[ এখানে চার তারকা হোটেল রয়েছে, ভাড়া ৫০০-৬০০০ টাকার মধ্যে পড়বে]