লোকমুখে প্রচলিত সুদূর বাগদাদ থেকে প্রিমিয়ার চৌধুরী কুষ্টিয়া ঝাউদিয়া গ্রামে এসে ইসলাম প্রচার করেন এবং এই মসজিদটি নির্মাণ করেন। আজ থেকে প্রায় ৩০০-৩৫০ বছর আগে মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে মসজিদটি নির্মিত হয়।
এটি মুঘল আমলের স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। এর ভিতর নানা কারুকাজ এর সৌন্দর্যও বৃদ্ধি করেছে। প্রতিদিন শত শত মানুষ এই মসজিদটি দেখতে আসেন। মসজিদের প্রতিষ্ঠা সম্পর্কে নানা জনশ্রুতি আছে। এটি কবে কে নির্মাণ করেছে এর প্রকৃত ইতিহাস কেও বলতে পারে না।
স্থানীয়দের অনেকের মতে মসজিদটি অলৌকিকভাবে মাটি ফুঁড়ে ওঠে। তবে এর ফটকে লেখা আছে এটি মানুষের তৈরি। ১৯৬৯ সালে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাতে নথিভূক্ত করা হয়েছিল।সবশেষ ১৯৭৯-৮০ সালের দিকে একবার মসজিদটির সংস্কার করা হয়। তবে বর্তমানে মসজিদটি সরাসরি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিচালনা করে থাকে। প্রতি শুক্রবার এখানে লোক ধারণের জায়গা থাকে না। অনেকেই মান্নত করে গরু,ছাগল, হাঁস, মুরগি নিয়ে এখানে উপস্থিত হন।
অবকাঠামো
পাঁচ গম্বুজ বিশিষ্ট মসজিদ এর ভিতরে রয়েছে দুটি মিনার। মাটির তৈরি টালি চুন-সুরকি দিয়ে ৫২ ইঞ্চি গাথুনীতে নির্মাণ করা হয়। মূল মসজিদটি আয়তাকার। বাইরে থেকে এর পরিমাপ ১৬.১৫ মিটার×৬.১০ মিটার। পূর্ব দেয়ালে রয়েছে তিনটি খিলানযুক্ত প্রবেশপথ যার সবগুলোই উন্মুক্ত হয়েছে একটি করে ভোল্টের নিচে।
অবস্থান
এটি বাংলাদেশের কুষ্টিয়া জেলা সদর উপজেলা হতে ২১ কিলোমিটার দূরে ঝাউদিয়া নামক গ্রামে অবস্থিত।
[ কুষ্টিয়া থেকে ঝাউদিয়া শাহী মসজিদ ২১ কিলোমিটার পথ। ৪০-৪৫ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ৩০-৩৫ টাকা।বাস বা সিএনজিযোগে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক নেমে সেখান থেকে অটো বা ভ্যান যোগে ২০-২৫ টাকা ভাড়া দিয়ে ঝাউদিয়া শাহী মসজিদ যেতে পারেন]
জে আর পরিবহন( কল্যাণপুর মোবাইল- 01767280295, কুষ্টিয়া মোবাইল-01767280287)
এছাড়া এস বি সুপার ডিলাক্স এস কে সুপার ডিলাক্স চলাচল করে ঢাকা টু কুষ্টিয়া।
অনলাইনে টিকিট বুকিং এর জন্য সহজ- 16374
বাস বিডি-16460
ঢাকা থেকে কুষ্টিয়াগামী বেশ কয়েকটি ট্রেন যাওয়া আসা করে। সে ক্ষেত্রে কুষ্টিয়া শহরের অদূরেই পোরাদাহ্ স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটোরিক্সাযোগে ১০ টাকা ভাড়া দিয়ে কুষ্টিয়া শহর যেতে পারেন।
ঢাকা কমলাপুর থেকে কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন
সুন্দরবন প্রভাতী ছাঁড়ে 6:20 Am পৌঁছায় 12:21Pm
বন্ধ বুধবার
চিত্রা ছাঁড়ে 7:00 Pm পৌঁছাই
12:57 Am
বন্ধু সোমবার
কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন থেকে ঢাকার কমলাপুর
চিত্রা ছাঁড়ে 11:58 Amপৌঁছায় 6:20 Pm
সুন্দরবন এক্সপ্রেস ছাঁড়ে 11: 40 Pm পৌঁছায় 05:40 Am
সকল ট্রেনের ভাড়া ৩৮০ টাকা
কোথায় থাকবেন
সার্কিট হাউস কুষ্টিয়া ফোন-071-61400
জেলা পরিষদ ডাকবাংলো কুষ্টিয়া ফোন-071-62390
হোটেল নূর ইন্টারন্যাশনাল মোবাইল-01722605459
আজমেরী রেসিডেন্সিয়াল হোটেল মোবাইল-01721507903
[ হোটেল গুলোর ভাড়া তিনশ থেকে তিন হাজার টাকার মধ্যে পড়বে]
![]() |
ReplyForward
|